কোনওমতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নয়। শুক্রবারই বৈঠকের শেষে একথাই জানিয়ে দিলো প্রদেশ কংগ্রেস। প্রসঙ্গত শুক্রবারই আসন্ন লোকসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠকে বসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সোমেন মিত্র, গৌরব গগৈ সহ অনান্যরা। তবে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব গগৈ বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনওমতেই কোনও জোট হচ্ছে না। তবে সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি এই মুহূর্তে স্পষ্ট করে কিছু না বললেও তিনি জানান, এবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নি। আগামীদিনে জাতীয় কংগ্রেসের হাইকম্যান্ডদের সঙ্গে কথা বলে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে সোমেন বাবু বলেন, একটা বিষয় নিশ্চিত যে লোকসভা নির্বাচনে কোনওমতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে না কংগ্রেস। পাশাপাশি এদিন উঠে আসে সিপিএমের সঙ্গে জোটের প্রসঙ্গও। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি সাফ জানান, সিপিএম-এর সঙ্গে জোটের প্রসঙ্গে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদিও সিপিএমের সঙ্গে জোট হয় তাহলে আগে ওদের এগিয়ে আসতে হবে। আমরা বাটি হাতে ওদের দরজায় গিয়ে দাঁড়াবো না।
তবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সিরা। উল্লেখ্য, কিছুদিন আগেই ২০১৯ লোকসভা ভোটে একাই লড়াই করার কথা জানিয়ে দিয়েছিল কংগ্রেস। আর আজ বৈঠকের পর তাতে যে সীলমোহর পড়লো একথা বলাই যায়।
দেখুন ভিডিও-
Be the first to comment