পদ্ম সম্মান দেওয়া হচ্ছে সুনীল ছেত্রী ও গৌতম গম্ভীরকে। আজ আজ রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা করা হয়। এছাড়াও টেবিল টেনিস তারকা শরথ কমল, কুস্তিগীর বজরং পুনিয়াকে পদ্মশ্রী দেওয়া হবে। এছাড়া মরণোত্তর পুরষ্কার পাচ্ছেন প্রয়াত অভিনেতা কাদের খান ও সাংবাদিক কুলদীপ নায়ার।
এছাড়াও রয়েছেন প্রবীণ আইনজীবী এইচ এস ফুলকা, বিজ্ঞানী নাম্বি নারায়ণন, পর্বতারোহী বাচেন্দ্রী পাল এবং দক্ষিণ ভারতের অভিনেতা মোহনলাল। পাশাপাশি পর্বতারোহী বাচেন্দ্রী পালকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সম্মান প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা, ১১ জন বিদেশী অথবা অনাবাসী ভারতীয়। পদ্মবিভূষণ পাচ্ছেন লোকশিল্পী তিজন বাই, জিবুতির প্রেসিডেন্ট ওমর গুয়েল্লে, শিল্পপতি অনিলকুমার মণিভাই নায়েক এবং লেখক বলবন্ত মোরেশ্বর পুরান্দরে। পদ্মভূষণ দেওয়া হবে নাম্বি নারায়ণকেও।
এছাড়া, পদ্মশ্রী পাবেন ৯৪ জন। তাঁদের মধ্যে অভিনেতা মনোজ বাজপেয়ী, কোরিওগ্রাফার প্রভু দেবা, গায়ক শংকর মহাদেবনও আছেন। মার্চ মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।
প্রজাতন্ত্র দিবসের আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে ৷ সেখানে ৯৪ জন পদ্মশ্রী সম্মান প্রাপকের নাম রয়েছে।
এদিকে পদ্ম সম্মান প্রাপকদের টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
Be the first to comment