দ্বিতীয় একদিনের ম্যাচেও সহজ জয় পেলো ভারত। শনিবার বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেন কুলদীপ যাদব। এদিন দিনের শেষে তাঁর ঝুলিতে উঠে আসে চার চারটি মুল্যবান উইকেট। এদিন ভারতের করা ৩২৪ রানের জবাবে নিউজিল্যান্ড ২৩৪ রানে অলআউট হয়ে যায়। ৯০ রান সহজ জয় পেলো মেন ইন ব্লু।
এদিন প্রথম ব্যাটিং করে ৩২৪ রান তোলে ভারত। শুরুটা ভালো করেন রোহিত, ধাওয়ান জুটি। ধাওয়ান আউট হয়ে যান ৬৬ রানে। রোহিত শর্মা করেছেন ৮৭ রান। কোহলি আউট হন ৪৩ রানে। তবে এদিন ৪৭ রান করেন রায়ডু। ধোনি মাত্র ৩৩ বল খেলে ৪৮ রান করেন। কেদার যাদব করেন ২২ রান। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ভারত ৩০০ টপকে যায়।
তবে উল্টোদিকে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে শুরু করে নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন ব্রেসওয়েল। এদিন তিনি ৫৭ রান করেন। ল্যাথাম করেন ৩৪ এবং মুনরো করেন ৩১ রান ৷
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ৪টি, ভুবনেশ্বর ও চহ্বাল ২টি করে উইকেট নেন। কেদার যাদব ও মহম্মদ শামি ১টি করে উইকেট পেয়েছেন।
Be the first to comment