“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।” শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবসের সকালে দিল্লির রাজপথে শোনা গেলো এই গান। সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো। চলতি বছর পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর থিম “শান্তিনিকেতন ও বেলেঘাটায় গান্ধিজি”।
ট্যাবলোর সামনে দুটি চেয়ারের উপর দেখা যায়, গান্ধীজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। প্রসঙ্গত, ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনে গিয়েছিলেন গান্ধিজি। সেখানে “শ্যামলী” নামে একটি বাড়িতে ছিলেন। ট্যাবলোতে সেই বাড়িটির প্রতিকৃতি তুলে ধরা হয়। ট্যাবলো যাওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” বাজানো হয়।
Be the first to comment