অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি করা উচিত সুপ্রিম কোর্টের। একথা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মামলার নিষ্পত্তিতে অপ্রয়োজনীয় দেরি হলে প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে সাধারণ মানুষ। আদালতের উচিত অযোধ্যা মামলায় দ্রুত রায় ঘোষণা করা। যদি তা করতে না পারে, তাহলে আমাদের হাতে বিষয়টি তুলে দেওয়া হোক। ২৪ ঘণ্টার মধ্যে আমরা সমস্যার সমাধান করে দেব। ২৫ ঘণ্টা সময়ও নেব না।
এখানেই শেষ নয়, রামমন্দির ইস্যুতে যোগীর আরও বক্তব্য, অকারনে এই মামলার রায় দিতে দেরি করছে সুপ্রিম কোর্ট। মানুষ অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে আছে। যত দেরি হবে তত মানুষের ধৈর্য ভাঙবে আর শীর্ষ আদালতের প্রতি বিশ্বাস হারাতে শুরু করবেন দেশবাসী। একই সঙ্গে এই মামলার নিষ্পত্তি না হওয়ার জন্যে কংগ্রেসকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী যোগ্য আদিত্যনাথ। তাঁর অভিযোগ, কংগ্রেসই রামমন্দির মামলার নিষ্পত্তি হতে দিচ্ছে না। রাম মন্দির ইস্যু মিটে গেলে রাজনীতি করার কোনও ইস্যুই থাকবে না তাঁদের হাতে। সেকারণেই অযোধ্যা রামমন্দির নির্মাণের ইস্যু বাঁচিয়ে রাখতে চায় কংগ্রেস।
পাশাপাশি লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ জোট নিয়েও তোপ দাগেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নিম্নস্তরের জাতপাতের রাজনীতি করছে তারা। ৭০ শতাংশ ভোটার রয়েছেন বিজেপির সঙ্গে। মাত্র ৩০ শতাংশ ভোটার রয়েছেন মহাজোটের দিকে।
Be the first to comment