নাগরিকত্ব বিল নিয়ে রাহুল ও হিমান্তের বাকযুদ্ধ

Spread the love

নাগরিকত্ব বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও অসমের মন্ত্রী হিমান্ত বিশ্বাস শর্মা। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাহুল ২৫ জানুয়ারি টুইট করেছিলেন । টুইটে রাহুল জানিয়েছিলেন কেবলমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য উত্তর-পূর্বের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। যে রাজনীতিতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের হিংসা ও বিদ্বেষ তৈরি হয়, সেই রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

আর সেই প্রসঙ্গেই রাহুলকে একহাত নিলেন হিমান্ত বিশ্বাস। তিনি টুইটারে লেখেন, রাহুলের কোনও যোগ্যতাই নেই উত্তর-পূর্বের রাজনীতির ভালমন্দ বিচার করার কারণ দীর্ঘকাল ধরেই এই অঞ্চলের প্রতি কোনও গুরুত্বই দেয়নি কংগ্রেস । নাগরিকত্ব বিষয় নিয়ে সকলের সঙ্গে কথা বলেই মীমাংসা করা হবে; কিন্তু কিছু সমর্থনহীন মানুষ এই বিষয়টি নিয়ে অহেতুক প্রতিবাদ করছেন । তবে উত্তর-পূর্ব সুরক্ষিতই আছে বলে কটাক্ষ করেন হিমান্ত।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*