প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ৷ রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ একইসঙ্গে তেজস্বী দাবি করেন, রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জন্য বিজেপি নানা কৌশলের আশ্রয় নিচ্ছে ৷ যার জন্য প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচও করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন তেজস্বী ৷
আসন্ন নির্বাচনে গেরুয়া শিবির যদি জয়ী হতে না পারে, তাহলে কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? সেই প্রশ্নের উত্তরেই তেজস্বী জানান, নির্বাচনের ফলপ্রকাশের পরই সেই প্রশ্নের উত্তর খোঁজা উচিত ৷ তার আগে এত তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই ৷
পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন উঠতেই পারে না বলে দাবি তেজস্বীর ৷ লালুপুত্র আরও জানান, ভাবমূর্তি নষ্ট করার জন্য রাহুলের বিরুদ্ধে একাধিক ক্যাম্পেন হয়েছে ৷ কিন্তু তাতে আদতে কোনও লাভ হয়নি ৷ রাহুলের অধ্যবসায়, উদারতা এবং আন্তরিকতার মারফত তিনি সকলের মনে সহজেই জায়গা করে নিতে পেরেছেন ৷ আর এর প্রভাব পড়বে ১৯-র নির্বাচনেও।
Be the first to comment