রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্লাবের পর এবার ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্রগুলিকে অনুদান দিলো রাজ্য সরকার। ২২১ কোচিং সেন্টারকে সাহায্য করা হবে ৷ খেলার উন্নয়নের লক্ষ্যে বছরে ১ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হলো। পাশাপাশি মমতা জানান, জেলার কৃতী খেলোয়াড়দের জন্য চাকরিরও ব্যবস্থা করা হচ্ছে। থাকছে দুঃস্থ ও কৃতী খেলোয়াড়দের জন্য পেনশনের ব্যবস্থাও। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ক্রীড়া দফতরকে এমনই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা জানান, অনেক সময় দেখা যায় পেশাদার প্রাক্তন খেলোয়াড়রা অর্থ কষ্টে ভুগছেন ৷ টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত হয় না তাদের ৷ এই পরিস্থিতির বদল চায় রাজ্য সরকার ৷ তাই প্রাক্তন খেলোয়াড়দের সাহায্যে এবার পেনশন প্রকল্প চালুর ভাবনার কথা এদিন জানান মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী জানান, ভালো খেললে খেলোয়াড়দের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে।

এছাড়া এদিন ইন্ডোরের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা। উঠে আসে স্ট্রিং অপারেশন প্রসঙ্গও। তিনি বলেন, দেশে যা সর্বনাশ হয়েছে তা আমরা কেউ কল্পনা করতে পারি না। একদিকে যেমন ক্লাব কালচার গড়ে তুলতে হবে, তেমনই দেশকে ভালোবাসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, টাইটেল বা পদবীতে মানুষের পরিচয় নয়, কাজেই তার আসল পরিচয়। উঠে আসে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজি সুভাষ চন্দ্র বসুদের প্রসঙ্গও। পাশাপাশি মমতা আরও জানান, বাংলাকে অতো মাইনাস পয়েন্টে ভাবার দরকার নেই। আমরা একসঙ্গে সবাই থাকবো, কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়ার লোক আমরা নই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলি।

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী?

Khelashree: Felicitation programme of successful sportspersons of the State | খেলাশ্রী- রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন

Khelashree: Felicitation programme of successful sportspersons of the State | খেলাশ্রী- রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন

Posted by Mamata Banerjee on Sunday, January 27, 2019


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*