এসএসসির সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা ৷
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে নবম-দশমে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে কি আগে মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন ? আগামীকালের মধ্যে হাইকোর্টে হলফনামা দিয়ে তা জানাতে হবে। আর তা না হলে স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি অশোক সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, একটি মামলার পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি বিচারপতি রাজশেখর মান্থা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সেক্রেটারিকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছলেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বদল ঘটায় আজ শুধু সেক্রেটারি কোর্টে হাজির হয়েছিলেন। এরপর আজ বিচারপতি রাজশেখর মান্থা সেক্রেটারিকে নির্দেশ দেন আগামীকালের মধ্যেই কোর্টকে জানাতে হবে মেধাতালিকা আদৌ প্রকাশ করা হয়েছিল কি না।
Be the first to comment