আবার যোগীর রাজ্যে এনকাউন্টার, মৃত এক পুলিশ কনস্টেবল

Spread the love

এনকাউন্টার অভিযান চলার সময় দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারিয়েছেন উত্তর প্রদেশের এক কনস্টেবল। হর্ষ চৌধুরি নামে ছাব্বিশ বছরের ওই কনস্টেবল গুলি লেগে গুরতর আহত হন। এরপর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর, এমনটাই জানিয়েছে পুলিস। উল্লেখ্য, রবিবার সন্ধে সাতটা নাগাদ উত্তর প্রদেশের আমরোহায় এক অপরাধীর লুকিয়ে থাকের খবর পায় পুলিস। খবর পেয়েই আমরোহা থানার একটি দল তার খোঁজে বেরিয়ে পড়ে।

তবে পুলিস জানিয়েছে, প্রথমে ওই দুষ্কৃতীকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু পুলিসের আবেদনে সাড়া না দিয়ে গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী। সংঘর্ষের সময় গুলি লেগে গুরুতর জখম হন হর্ষ চৌধুরি। পুলিসের পাল্টা জবাবে শিবাবতার নামে ওই দুষ্কৃতীর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরই নিহত কনস্টেবলের স্ত্রীকে ৪০ লক্ষ টাকা এবং তাঁর মা-বাবাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে যোগী সরকার। পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*