ছবি ও ভিডিও সৌজন্যে- (আইসিসি)
ঘোষিত হলো ২০২০ টি-২০ বিশ্বকাপের সূচী ৷ পুরুষ ও মহিলা দুটি বিভাগেই ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই৷ ছেলে ও মেয়েদের পরবর্তী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে ৷ এই প্রথমবার একই দেশে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে এই দু’টি আইসিসি টুর্নামেন্ট ৷
দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১০ টি দলকে ৷ গ্রুপ ‘বি’-তে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও একটি যোগ্যতা অর্জনকারী দেশ ৷ অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আরও একটি কোয়ালিফায়ার দল ৷ আগামী বছর ২৪ অক্টোবর থেকে শুরু হবে পুরুষদের টি২০ বিশ্বকাপ ৷ প্রথম ম্যাচেই সিডনিতে আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তান এবং অপর ম্যাচে পারথে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত ৷
অন্যদিকে মহিলাদের টি২০ বিশ্বকাপ অবশ্য শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে ৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মিতালিরা মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার ৷ ভারতের মহিলা দল গ্রুপ-এ’তে অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড (২৭ ফেব্রুয়ারি, মেলবোর্ন), শ্রীলঙ্কা (২৯ ফেব্রুয়ারি, মেলবোর্ন) ও কোয়ালিফায়ার-১’এর (২৪ ফেব্রুয়ারি, পারথ) মুখোমুখি হবে ৷
Be the first to comment