চলতি মরসুমে পিএসজি দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে। এই নিয়ে টানা ৫ ম্যাচে ম্যাচে জয় পেয়েছে। গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই গোলের রেকর্ড গড়েছে পিএসজি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার আগেই ২৪ গোল করে নতুন ইতিহাস গড়েছে। এর আগে বার্সিয়া ডর্টমুন্ড গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ২১ গোল করে রেকর্ড গড়েছিল।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেল্টিককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পিএসজির শুরু। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে বায়ার্ন মিউনিখকে হারায় তারপর আন্ডারলেকটের বিপক্ষে লিগের দুই ম্যাচে ৫-০ এবং ৪-০ ব্যবধানে জয় পেয়েছে। বুধবার পিএসজি নেইমার ও এডিনসন কাভানির জোড়া গোলে ৭-১ ব্যবধানে বড় জয় দিয়ে রেকর্ড গড়ে ।
Be the first to comment