সল্টলেকের এসডিএফ বিল্ডিংয়ে আগুন। বুধবার সকালে বিল্ডিংয়ের চারতলায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর জন্য হাইড্রোলিক ল্যাডার কাজে লাগানো হয়। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ বিল্ডিংয়ের চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পর দোতলা থেকেও ধোঁয়া বের হতে থাকে। খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকলের প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।
Be the first to comment