রেড রোডের হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত সাম্বিয়া সোহরাব। খুনের অভিযোগ থেকে অব্যাহতি দিল নগর দায়রা আদালত। এই ঘটনায় শাহনওয়াজ খান, নুর আলম ও মহম্মদ সোহরাবকে বেকসুর খালাস করল আদালত।
বিচারপতি জানান, ৩০২ ধারায় খুন এবং ৩০৭ ধারায় খুনের চেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাম্বিয়াকে। পাশাপাশি তার বন্ধু জনি ও শানুকে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিন আদালতে তাঁর দু’বছরের সাজা ঘোষণা করা হলেও যেহেতু সে গত তিন বছর ধরে জেলেই রয়েছে, তাই তাকে মুক্তি দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছিল, যা বুধবারই জমা দিচ্ছে সাম্বিয়ার পরিবার।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারান বায়ু সেনা কর্মী অভিমন্যু গৌড়। ঘটনায় সাম্বিয়া সোহরাবের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে।
Be the first to comment