অসম বিস্ফোরণ কান্ডে রঞ্জন দৈমারির যাবজ্জীবন কারাদন্ড

Spread the love

অসম বিস্ফোরণ (২০০৮) মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হলো জঙ্গি নেতা রঞ্জন দৈমারির। জানা গিয়েছে, বাংলাদেশে দীর্ঘসময় ধরে আত্মগোপন করেছিলো সে। এমনিতেই নাগরিকত্ব সংশোধনী নিয়ে প্রবল বিক্ষোভ চলছে অসমে। তারই মধ্যে রঞ্জন দৈমারির এই শাস্তিকে ইস্যু করে বোড়ো সংগঠনগুলি হিংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। সেই কারনেই অসম জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বুধবার সিবিআই বিশেষ আদালত জঙ্গি নেতা তথা এনডিএফবি (ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ডের চেয়ারম্যান রঞ্জন দৈমারিকে সাজা দেয়। 

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবি ২০০৮ সালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত করেছিলো অসমকে। ৮৮ জনের মৃত্যু হয়েছিলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*