লোকপালের দাবিতে আবারও অনশন শুরু করলেন সমাজকর্মী আন্না হাজারে। তিনি আগেই ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকার লোকপাল পাশের প্রতিশ্রুতি পূরণ না করলে তিনি আজ থেকে অনশনে বসবেন। আর তাই বুধবার রালেগাঁও সিদ্ধিতে অনশন শুরু করলেন আন্না।
উল্লেখ্য ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে পাঠানো চিঠিতে বিশিষ্ট এই সমাজকর্মী জানান, আহমেদনগরের রালেগাঁও সিদ্ধিতে আন্দোলন শুরু করবেন তিনি। গত বছর মার্চে দিল্লির রামলীলা ময়দানে আন্দোলন শুরু করার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মধ্যস্থতা করেছিলেন। সেইসময় কেন্দ্রীয় সরকার লিখিতভাবে আন্দোলনকারীদের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিলেন। এরপরই আন্দোলনটি প্রত্যাহার করেন তিনি। কিন্তু ন’মাস অতিবাহিত হওয়ার পরও দাবি পূরণ হয়নি। তাই আবারও অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Be the first to comment