বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী- সমর্থকরা। আর খবর পেয়েই রামপুরহাট থেকে পার্থবাবুকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জিজ্ঞাসা করেন কেমন আছেন ? পার্থ চট্টোপাধ্যায় জানান তিনি ভালো আছেন। পাশাপাশি পুরো ঘটনার বিবরণ জানতে চান মুখ্যমন্ত্রী।
এদিন দুপুরে কাঁথির ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপি। জানা গিয়েছে, মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে যাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। আর তখনই বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখানো হয় কালো পতাকাও। পরে পুলিশের তৎপরতায় বের করা হয় পার্থবাবুর গাড়ি। এদিকে ঘটনার জেরে ২৫ জন বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও বিজেপি নেতৃত্বের দাবি ওঁর গাড়ি আটকানো হয় নি। দলের কর্মী-সমর্থকরা শুধুমাত্র কালো পতাকাই দেখিয়েছে। এতে দোষের কিছু নেই।
অন্যদিকে এদিন কাঁথিতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতারা।
Be the first to comment