পারিক্করের সঙ্গে সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত। পারিক্করের অসুস্থতার কারণে সমবেদনার বশবর্তী হয়েই দেখা করতে গিয়েছিলেন তিনি। পারিক্করজির প্রতি সম্পূর্ণ সহমর্মিতা রয়েছে। গোয়ায় তাঁদের সাক্ষাতের পর প্রধানমন্ত্রী অত্যন্ত চাপে রয়েছেন এবং পারিক্করের উপর চাপ সৃষ্টি করেছেন। আর এই কারনেই তাঁকে আক্রমণ করে দলের প্রতি আনুগত্য দেখাতে বাধ্য হয়েছেন পারিক্কর। বুধবার মনোহর পারিক্করের মন্তব্যের জবাবে একথাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
বুধবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার নিয়ে রাহুল গান্ধীকে একটি চিঠি দেন মনোহর পারিক্কর। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পারিক্কর রাহুলের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ জানিয়েছিলেন। আর তারপরই পাল্টা টুইট করেন রাহুল।
বুধবার পারিক্করের অভিযোগ খারিজ করে একটি চিঠিও লিখেছেন রাহুল গান্ধী। সেই চিঠিটির কপিও টুইটারে জুড়ে দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন পারিক্করের সঙ্গে সাক্ষাতের কোনও কথাই তিনি প্রকাশ করেননি। রাজনৈতিক চাপে পড়েই এই চিঠি লিখেছিলেন পারিক্কর, এমনটাই লিখেছেন কংগ্রেস সভাপতি।
দেখুন পারিক্করের চিঠি-
দেখুন রাহুলের চিঠি-
Be the first to comment