৪৩তম বইমেলার মঞ্চেও নাম না করে মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

পিয়ালি আচার্য,

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

ছবি- মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এবং শুভেন্দু দাস

তারাপীঠ থেকে সরাসরি বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বই আমাদের প্রাণ, আমাদের হৃদয়, আমাদের ভালোবাসা। আমিও কিছু কিছু লিখি। এবারের বইমেলায় আমার ৭টি বই প্রকাশিত হবে। সেগুলি হলো বিপন্ন ভারত, উর্দু শায়েরি, শিশু দোলা, আলোকবর্তিকা, নামাঞ্জলি,আমি প্রভৃতি। এই নিয়ে ৮৭ টি বই হলো।তিনি বলেন, সামনের বছরের ভিতরে আরও ১৩টা বই অর্থাৎ ১০০টা বই লিখে ফেলবো। রামপুরহাট থেকে ফেরার পথে হেলিকপ্টার নামে ইকো পার্কে। ওখানে ‘ক্যাফে একান্তে’ খুব জনপ্রিয় হয়েছে। আরও একটি ক্যাফে আছে। তার নামকরণ করলাম ‘অজান্তে’। এছাড়া বিশ্ববাংলার গেটেরও এই মঞ্চ থেকে উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী।

দিল্লির সরকারের নাম না করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন আমি ৭ বারের এমপি। ইচ্ছে করলে মাসে ১ লক্ষ টাকা করে পেতে পারি। বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসাবেও ১ লক্ষ টাকা করে মাসে প্রাপ্য হয়। আমি কোনটাই নিই না। বইয়ের রয়্যালটি বা গানের সুরের রয়্যালটি বাবদ যা পাই, তাতেই চলে যায়। অনেক বই বেস্ট সেলার। এনিয়ে দিল্লির চিন্তা করার দরকার নেই। শুভাদা আমাকে বলছিলো এই যে ক্যালেন্ডার, বই এবং গানের সুর এটা দেখিয়ে কয়েক কোটি টাকা তুলেছি, বলবে অনেকে।দিল্লির এবিষয়ে চিন্তা করার দরকার নেই। টাকা নিয়ে দিল্লি প্রশ্ন তুলতে পারে। দরকার হলে সব বই, ক্যালেন্ডার এবং গানের সিডি দিল্লিতে পাঠিয়ে দিতে পারি।

১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। মুখ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্টুলোক এসে মিষ্টিটাকে কাটতে পারে। লক্ষ্য রাখবেন এই সুযোগ যেন তারা না পায়। কলকাতা বইমেলা জিন্দাবাদ। তিনি নীরেন চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, দ্বিজেন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করে বলেন, এঁরা আজ নেই। তবে এঁরা নিয়ম করে বইমেলায় আসতেন। গুয়াতেমালা ছিলো এবারের বইমেলার থিম। গুয়াতেমালার রাষ্ট্রদূত এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। গুয়াতেমালার বিশিষ্ট সাহিত্যিক এউদা মোরালেস ছিলেন বিশেষ অতিথি। অপর এক বিশেষ অতিথি ছিলেন শঙ্কর, ওরফে মনিশঙ্কর মুখোপাধ্যায়। এদিন তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হল। বক্তব্য রাখেন গিল্ডের অধিকর্তা সুধাংশু দে ও সাধারন সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। ৪৩ তম আন্তর্জাতিক বইমেলা স্লোগান দিয়েছে বিশ্ববাংলা মিলিত হোক বিশ্ব বইমেলায়। ১লা ফেব্রুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা।

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী?

Inauguration of 43rd International Kolkata Book Fair #2

Posted by Mamata Banerjee on Thursday, January 31, 2019

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*