রফিকুল জমাদার
ডেঙ্গু নিয়ে বিধানসভায় বাম কংগ্রেসের বিক্ষোভ। বিধানসভার কক্ষে ওয়েলে ও কক্ষের বাইরে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেস বিধায়করা। এরপর বিরোধী দলনেতা আব্দুল মান্নান ডেঙ্গু ইস্যুতে বলেন তাঁদের মুলতবি প্রস্তাব মেনে নিতে হবে। অন্যদিকে,স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ডেঙ্গু নিয়ে বলার সুযোগ দেওয়া হবে। আব্দুল মান্নানও বলার সুযোগ পাবেন।
এরপর বিধানসভায় ডেঙ্গু ইস্যুতে সরকারের বক্তব্য তুলে ধরেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে মন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট না হয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম-কংগ্রেস বিধায়করা। উত্তাল হয়ে ওঠে বিধানসভা। স্পীকার বিধানসভা মুলতুবি করে দেন। বাম ও কংগ্রেস সারাদিনের জন্য বিধানসভা বয়কট করে। ঘটনাটি ঘটে বিধানসভার প্রথমার্ধে। তবে এদিনের বিক্ষোভে সামিল হয়নি বিজেপি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনেছি। কিন্তু ওনার কথার সঙ্গে আমাদের বিরোধ আছে। পাশাপাশি, আগামীকাল ডেঙ্গু নিয়ে কথা বলতে না দেওয়া হলে আবারও বিধানসভা উত্তাল করা হবে বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস।
অন্যদিকে, দিলীপ ঘোষের কটাক্ষ ওরা ইন্ডোর করছে আমরা আউটডোর করছি। তবে বামফ্রন্ট ও কংগ্রেসের মুলতবি প্রস্তাবে তাদের নৈতিক সমর্থন আছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির।
Be the first to comment