ছবি- শুভেন্দু দাস
শুক্রবার থেকে পার্ক সার্কাস ময়দানে শুরু হলো মিলন মেলা। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম আয়োজিত মিলন উৎসবে এবার মোট ১২০টি স্টল রুয়েছে। তার মধ্যে ৬০ টি দোকানের মালিকরা সবাই বিত্তনিগমের সহায়তায় তাদের এই ব্যবসা গড়ে তুলেছেন। পাশাপাশি উৎসবে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলা প্রাঙ্গনে হাজির আছেন।
বিত্তনিগমের চেয়াম্যান পি বি সেলিম জানান, এই মেলায় ৫২টি কর্পোরেট সংস্থা এই মেলায় পুনে, বাঙ্গালুরু, বুম্মাইসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে ৫২টি কর্পোরেট সংস্থা অংশ নিচ্ছে। তারা কথা দিয়েছে অন্তত ৩৫০ জনকে তারা এখান থেকে চাকরি দেবে। এই জব ফেয়ারে ৯০০০ জন অংশ নিতে নাম লিখিয়েছেন।
এবারের মেলা উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, সংখ্যালঘু বলতে কিন্তু শুধু মুসলিম নয় বৌদ্ধ, শিখ, খৃষ্টান সবাই রয়েছে। মমতাকে যতই সমালোচনা করা হোক যে উনি মুসলিমদের জন্যই কাজ করছেন। আসলে ওটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। ইন্দিরা গান্ধীকেও একই সমালচনা শুনতে হয়েছে। তিনি পিছননি। মমতাও পিছবেন না। যেদিন, সব এক হবে তখন এই দফতরের দরকার হবে না।
কলকাতার মেয়র, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ বলেন, মমতা বেগম। আসলে তারা জানেন না, মমতা বাংলার মা। তাঁর কাছে সবাই সন্তান। তার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, জৈন সবাই সন্তানের মত। সবাইকে সমান ভাবে দেখেন উনি।
Be the first to comment