কৃষি ঋণ মকুবের নামে রাজনীতি চলছে দেশে, আমরা কৃষকদের নিয়ে রাজনীতি করি নাঃ মোদী

Spread the love

ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)

ঠাকুরনগর থেকেই বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক ঋণ মকুব থেকে শুরু করে সিন্ডিকেট ট্যাক্স, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, কোনও সিন্ডিকেট ট্যাক্স থাকবে না। কৃষকদের ৬ হাজার টাকা সরাসরি ব্যাঙ্কে ঢুকবে। কৃষকরা সেই টাকা চাষের নানা খরচে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি এদিনের সভা মঞ্চ থেকে মোদী দাবি করেন, কৃষকদের জন্য বড় ঘোষণা হয়েছে বাজেটে। বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষক দরদী। কৃষকদের নিয়ে রাজনীতি আমরা করি না। কৃষিঋণ মকুবের নামে রাজনীতি চলছে দেশে। বিরোধীরা ভোটের রাজনীতি করছে। শনিবার এভাবেই ঠাকুরনগরের সভা থেকে উপস্থিত কর্মী সমর্থকদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন কৃষিঋণ মুকুব প্রসঙ্গে কংগ্রেসকেও একহাত নেন নমো। তিনি বলেন, দেশে অনেকবার কৃষকদের ঋণ মকুব হয়েছে। কৃষকদের বোকা বানিয়েছে কিছু স্বার্থপর দল। এইসব স্বার্থপর দল কৃষকদের জন্য কিছু করবে না।

পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, কৃষিঋণ মকুবের নামে রাজনীতি হচ্ছে ৷ আড়াই লক্ষ টাকা ঋণ মকুব করব বলে ১৩ টাকা ঋণ মকুব করা হয়েছে ৷ এটাই হলো কংগ্রেস, যাদের আপনাদের মুখ্যমন্ত্রী সমর্থন করছে ৷

এদিন মাত্র ১৪ মিনিটে বিশৃঙ্খলার জেরে সভায় বক্তব্য শেষ করে দেন প্রধানমন্ত্রী।

শুনুন ঠাকুরনগরের সভায় কী বললেন মোদী?

Live: PM Shri Narendra Modi addresses Public meeting in Thakurnagar, West Bengal

Posted by BJP West Bengal on Friday, February 1, 2019

ঠাকুরনগরে মোদীর বক্তব্যের কিছু অংশ-

ঠাকুরবাড়িতে এসে আমি গর্বিত।

বিবেকানন্দ, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের মাটিকে আমার প্রণাম।

স্বাধীনতার পরেও গ্রামোন্নয়নে নজর দেওয়া হয়নি।

গ্রামোন্নয়নে নজর দিচ্ছে কেন্দ্র।

এতদিন কংগ্রেসের কৃষক নীতি ছিল, এই নীতিকে সমর্থন করত এখানকার সরকার। 

কৃষকদের দুর্বলতার সুযোগ নিয়েছে কিছু স্বার্থপর দল।

শেষ হবে দালাল রাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*