ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)
বাংলায় জগাই মাধাই সিন্ডিকেট সংস্কৃতি চলছে। এই সিন্ডিকেটই শেষ করে দিচ্ছে পশ্চিমবঙ্গকে। শনিবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে এভাবেই ত্রিন্মুল কংগ্রেসকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন নমোর বক্তব্যে উঠে আসে ‘ট্রিপল টি’ প্রসঙ্গ। মোদী বলেন, এখন কলেজে ভর্তি হতে গেলেও ট্রিপল টি দিতে হয় পড়ুয়াদের। চাকরি পাওয়ার ক্ষেত্রে দরকার সেটা ৷ ট্রিপল টি হলো, তৃণমূল তোলাবাজি ট্যাক্স।
পাশাপাশি এদিন দলীয় কর্মী সমর্থকদের আশ্বাস দিয়ে মোদী বলেন, বাংলা থেকে যেকোনও মূল্যে দিদির কর ব্যবস্থা দূর করতে হবে। নতুন করে সাজিয়ে তুলতে হবে রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের বাংলাকে। এদিন চিটফান্ড প্রসঙ্গেও পশ্চিমবঙ্গ সরকারকে একহাত নেন প্রধানমন্ত্রী।
এদিন দুর্গাপুরের জনসভায় কী বললেন মোদী?
দেখুন-
Be the first to comment