শনিবার ঠাকুরনগরে মতুয়াদের সভায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তৃণমূলের সিন্ডিকেটকে একদম ভয় পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে আর সিন্ডিকেট ট্যাক্স লাগবে না। আর তারপরই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, সিন্ডিকেট তো খারাপ কিছু নয়। কারন সিন্ডিকেট ব্যাঙ্কও চলে। পাড়ার মোড়ে যখন কিছু ছেলে দাঁড়িয়ে থাকে তখন তাকে আপনারা সিন্ডিকেট বলেন। কিন্তু আপনারা সাংবাদিকরাও তো একসঙ্গে হয়ে ছবি তোলেন, খবর করেন। সেটাও তো একটা সিন্ডিকেট।
পাশাপাশি এদিন নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী নিজেই এজেন্সির সিন্ডিকেটের নেতা। এই সিন্ডিকেট কবে ভাঙবে? দাঙ্গার সিন্ডিকেটেরও নেতা মোদী। মমতা আরও বলেন, মোদীর দল দুর্নীতিগ্রস্ত। বিজেপি ভয়ঙ্কর,ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তিনি বলেন চোরের মায়ের বড় গলা। এদের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে।
Be the first to comment