ছবি- প্রশান্ত দাস
খবর ছিল, অসুস্থতার জন্য ব্রিগেডে আসবেন না বুদ্ধদেববাবু। অসুস্থতার জন্য তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এরপরই কানহাইয়া কুমারকে নিয়ে শুরু হয় তোরজোড়। পরে সাংবাদিকদের রবীন দেব জানিয়ে দেন যে, কানহাইয়া আসছেন না।
এই অবস্থায় মানরক্ষার জন্য শেষপর্যন্ত বুদ্ধবাবুকেই আনার তোড়জোড় শুরু হয়। অবশেষে তিনি ব্রিগেডের সভায় এদিন এলেন।
এদিন অসুস্থ শরীর নিয়ে মঞ্চে উঠতে পারেননি বুদ্ধবাবু। মঞ্চের কাছে গাড়িতে বসেই একপ্রকার অংশ নিলেন সমাবেশে। কিছুক্ষণ শুনলেন নেতাদের বক্তব্য। মিনিট পঁয়তাল্লিশ পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছাড়লেন।
Be the first to comment