শান্তিপূর্ণ সত্যাগ্রহ ধর্ণা। ভারতের সংবিধান রক্ষা করার জন্যই এই ধর্ণা। পাশাপাশি এদিন মোদী সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, মোদী সরকারের এক্সপায়রি ডেট এসে গিয়েছে। সমস্ত প্রতিষ্ঠানকেই ওরা ভেঙে দিতে চাইছে। মমতা বলেন, আমরা ভীত নই কারন গোদরা ও গুজরাত দাঙ্গা কেউ ভোলে নি। মোদী পাগল হয়ে গেছেন। উনি জিতবেন না জেনে গেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সবাই আমাকে ফোন করেছেন। সবাই পাশে আছেন বলেছেন। তিনি বলেন, যদি রাষ্ট্রপতি শাসন করে দেখে নেবো।
এছাড়াও দলের কর্মী সমর্থকদের মমতা জানান, শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ হবে। উত্তেজনা ছড়ালে উত্তেজিত হয়ে নয়, কালো কাপড় নিয়ে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করবেন। কোনও রাস্তা ব্লক চলবে না। কোনও উত্তেজনায় পা দেবেন না।
Be the first to comment