পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলো স্বরাষ্ট্রমন্ত্রক। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে এই নির্দেশ। চিঠি দিয়ে মুখ্য সচিবকে তদন্তের নির্দেশ দিলো স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ, কলকাতা পুলিশ কমিশনার বিশৃঙ্খল ব্যবহার ও সর্বভারতীয় সার্ভিস রুল ভেঙেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তথ্য রয়েছে, রাজীব কুমার কয়েকজন পুলিশ অফিসারের সঙ্গে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্ণায় যোগ দিয়েছেন।
তবে এদিন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন পুলিশ কমিশনার ধর্ণা মঞ্চে যোগ দেন নি। উনি আমার সঙ্গে দেখা করতেই এখানে এসেছিলেন।
Be the first to comment