লোকসভার প্রচারে তিনি যাতে হেলিকপ্টার না পান সেজন্য রাজনৈতিক প্রভাবকে কাজে লাগানো হচ্ছে। মঙ্গলবার সত্যাগ্রহ ধর্ণা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ভোটের জন্য দুটো হেলিকপ্টার নেওয়ার জন্য চুক্তি করে তৃণমূল। আগাম কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু চুক্তির ১৫ দিন পর সংশ্লিষ্ট সংস্থা জানিয়ে দেয় হেলিকপ্টার দেওয়া যাবে না। বিজেপির চাপেই চুক্তিকারী সংস্থা পিছু হঠে বলে দাবি করেন মমতা।
পাশাপাশি এই বিষয়ে নির্বাচন কমিশনকেও জানাবেন মুখ্যমন্ত্রী ৷ শুধু তাই নয়, দিল্লিতে পার্টির পোস্টার প্রিন্ট অবধি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান মমতা ৷ তবে মমতা সাফ জানান, হেলিকপ্টার বন্ধ করে দিলে পায়ে হেঁটে বা সাইকেলে করে প্রচারে যাবেন ৷ সাহায্য নেবেন সোশ্যাল মিডিয়ারও।
Be the first to comment