GSAT-31 এর সফল উৎক্ষেপণ করলো ভারত

Spread the love

অত্যাধুনিক যোগাযোগকারী কৃত্রিম উপগ্রহ GSAT-31-এর সফল উৎক্ষেপণ করলো ভারত। দক্ষিণ অ্যামেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণের ফলে আবারও সাফল্যের চূড়ায় ইসরো। উৎক্ষেপণের ৪২ মিনিটের মধ্যেই স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌঁছে যায় বলে জানা গিয়েছে। দক্ষিণ অ্যামেরিকার কৌরো থেকে ভারতীয় সময় রাত ২টো ৩১ মিনিটে GSAT-31-র সফল উৎক্ষেপণ করা হয়।

উল্লেখ্য, ২৫৩৫ কিলোগ্রাম ওজনের GSAT-31 কক্ষপথের অন্য কৃত্রিম উপগ্রহগুলিতে কার্যক্ষম পরিষেবায় ধারাবাহিকতা প্রদান করবে। ইসরো-র চেয়ারম্যান কে সিভান বলেন, এই স্যাটেলাইটটি ভারতীয় ভূখণ্ড ও দ্বীপগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*