বুধবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে নিউজিল্যন্ডের কাছে হারলো ভারত। ওয়েলিংটনে এদিন প্রথম ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের সামনে ছিলো ২২০ রানের টার্গেট। তবে এদিন ব্যাট করতে নেমে ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। ৮০ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। টোয়েন্টি-টোয়েন্টিতে এটাই ভারতের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার।
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ওপেনার টিম সেইফার্টের ৮৪ (৪৩) রানের উপর ভর করে ২১৯ রানে পৌঁছয় নিউজিল্যান্ড। দলের হয়ে কলিন মুনরো ৩৪, কেন উইলিয়ামসন ৩৪ এবং রস টেলর ২৩ রান যোগ করেন।
ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহাল। তবে ২২০ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে শিখর ধাওয়ান ও বিজয় শংকর ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। ধাওয়ান করেন ২৯ ও শংকর করেন ২৭ রান। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি ৩৯ রান করেন। ইনিংসে ৪ বল বাকি থাকতেই ১৩৯ রানে অল আউট হয়ে যায় ভারত। কিউয়িদের হয়ে টিম সাউদি ৩টি উইকেট নেন। ফার্গুসন, স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট পেয়েছেন।
Be the first to comment