বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে বিজিবিএস ২০১৯, আরও উজ্জ্বল হবে বাংলার শিল্প সম্ভাবনা

Spread the love

পঞ্চম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। বৃহস্পতি ও শুক্রবার (৭ ও ৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। মা মাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর শিল্প বিস্তারে বিশেষ উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৈরী হয় শিল্পবান্ধব পরিবেশ।

বনধ হরতালকে ব্যর্থ করে বাংলার মানুষ প্রমাণ করেছেন তাঁরা উন্নয়নের পক্ষে। মুখ্যমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে রাজ্যে আর কোনও শ্রমদিবস নষ্ট হয় না। পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। রাজ্যে তৈরী হয়েছে শিল্প অনুকূল আবহাওয়া। ৩৬ টিরও বেশী দেশ অংশগ্রহণ করছে এই বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন তথা বিজিবিএস-এ। 

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছেন অনেক শিল্পপতিই। উপস্থিত হয়েছেন ইতালির ফাব্রিজিও সালাহ, জাপানের অ্যাম্বাসাডর কেনজি হিরামাৎসু ও জার্মানির ডঃ আন্দ্রেস পিঙ্কওয়ার্ট। এদিন কলকাতার ইকো পার্কে তাঁদের সঙ্গে নৈশভোজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব মলয় দে এবং রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে সামনাসামনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেও টুইট করে জানিয়েছেন।

পাশাপাশি এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৩৬টিরও বেশী দেশ অংশগ্রহণ করছে এই বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন তথা বিজিবিএস-এ। মুকেশ আম্বানি, আদানি গ্রুপ, জিন্দাল গ্রুপ, জি-টিভি গ্রুপ ছাড়াও আরও অনেকে আসছেন এই সম্মেলনে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভুও এদিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন!

উল্লেখ্য, বিগত বছরের মতো, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯-এ থাকছে প্লেনারি, সেক্টোরাল ও কান্ট্রি সেশন বিজনেস টু বিজনেস (ব্যবসার সাথে ব্যবসার) ও গভমেন্ট টু বিজনেস (সরকারের সাথে ব্যবসার) আলোচনা। দু’দিন ব্যাপি সমাবেশে উপস্থিত থাকবেন নীতি নির্ধারক, বিশিষ্ট শিল্পপতি, কর্পোরেট লিডার প্রমুখ। এর মাধ্যমে ব্যবসার সুবিধা, বিনিয়োগ, পার্টনারশিপ, সহযোগিতার নানা দিক উঠে আসবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে এই সামিটে। যার মাধ্যমে রাজ্যে শিল্প তথা বিনিয়োগ সম্ভাবনা উজ্জ্বল হবে।

ব্যবসার সম্ভাবনার ব্যপ্তি ছড়িয়ে থাকছে পরিবহন (যাত্রী ও মাল), বিদ্যুৎ, নগর উন্নয়ন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরন, ছোট ও মাঝারি শিল্প, মানব সম্পদ উন্নয়ন, বস্ত্র, নির্মাণ ও লাইট ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ও সফটওয়্যার আনুসারি এবং পর্যটন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৯-এ প্রচুর উৎসাহের দেখা মিলবে আন্তর্জাতিক শিল্পমহল থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*