চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে অগ্রগতির জন্য নতুন দল গঠন করলো সিবিআই

Spread the love

রাজ্যের ৪টি চিটফাণ্ড কান্ড; সারদা, রোজভ্যালি, আইকোর ও টাওয়ার গ্রুপের চিটফাণ্ড কেলেঙ্কারির দ্রুত তদন্ত করতে এবার নতুন দল গঠন করলো সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের দিল্লি দফতর থেকে এই নতুন দল শুক্রবার সকালেই এসে পৌঁছবে রাজ্যে। ১০ জনের এই দলে সিবিআই-এর DSP তথাগত বর্ধন, জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের সঙ্গে এই বিশেষ তদন্তকারী দলে থাকছেন তিনজন ইন্সপেক্টর, তিনজন DSP, ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পুলিশ সুপার। তাঁরা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের সময়ও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করেছেন CBI অফিসাররা। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে শিলংয়ে কী কী প্রশ্ন করা হবে, সে বিষয়ে আলোচনা হচ্ছে আজকের বৈঠকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*