ধর্ণা মঞ্চে উপস্থিত থাকায় ৫ IPS আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় হাজির থাকা রাজ্যের ৫ আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর এই পাঁচ আধিকারিকরা হলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, ADG বিনীত কুমার গোয়েল, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, বিধান নগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং, অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। ৪ ফেব্রুয়ারি যে সমস্ত পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলে উপস্থিত ছিলেন, ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী রাজ্যকে ৫ পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আজই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্যকে তাঁদের বিরুদ্ধে (উক্ত ৫ আধিকারিক) ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই সূত্রের খবর।

পাশাপাশি এদের মধ্যে কয়েকজন রাষ্ট্রপতি পদক পেয়েছেন। তাও কেড়ে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি সেন্ট্রাল ডেপুটেশন থেকে নাম বাদ যেতে পারে এই ৫ অফিসারের।

এদিকে এদিন ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, সঠিক সময়ে উত্তর দেবো। এখনও এই বিষয়ে কথা বলার সময় আসেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*