সিঙ্গুরে আবার ফলেছে সোনার ফসল

Spread the love

সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে গিয়েছিল। সেই সুফলা জমি কোর্টের নির্দেশে ও মমতা বন্দ্যোপাধ্যায়-এর লড়াইয়ের ফলে আজ কৃষকের। আবার সেও জমিতে ফলেছে সোনার ফসল। কেন্দ্রের কৃষক বিরোধী নীতি এবং তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সরব। বাংলার মা – মাটি – মানুষ সরকার কৃষকদের পাশে আছে। তারই প্রমাণ মিলেছে আজ। বৃহস্পতিবার সিঙ্গুরের গোপালনগর মৌজায় আমন ধান কাটার জন্য হাজির ছিলেন সাধারণ মানুষ ও কৃষি দফতরের আধিকারিকরা। পুরো বিষয়টি তদারকি করেন কৃষক নেতা বিধায়ক বেচারাম মান্না। তিনি বলেন, বাংলার কৃষক শ্রমিক সাধারণ মানুষের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*