এই যে খুন হয়েছে, এই খুন কিছুতেই মানা যাচ্ছে না। আইনত ব্যবস্থা নেওয়া হবে। ফাঁসি হবে। বিজেপির যারা এই খুন করেছে, যাদের নাম উঠে আসছে তাদের কাউকে ছাড়া হবে না। বিজেপির একজনকেও ছাড়া হবে না। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের পর রবিবার সেখানে যান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
পাশাপাশি মুকুল রায়ের নাম এফআইআর এ থাকার ব্যাপারে তিনি বলেন, এটা হাই সিনিয়র লিডারদের ব্যাপার। এখানে পার্থদা আছেন। এখানকার জেলা সভাপতি আছেন। আমার চেয়ে ওনারা বেশি বুঝবেন। ওঁরা যেহেতু এখানে দেখেছেন ব্যাপারটা, যেটা ভালো বুঝবেন করবেন।
অন্যদিকে, হাঁসখালি থানার ওসিকে সাসপেন্ড করার ব্যাপারে তিনি বলেন, নিশ্চয় পুলিশের অভাব ছিল। সিনিয়ররা আছেন, পার্থদা আছেন বলবেন। তৃণমূল কর্মীদের মেরে জব্দ করা যায় না। তৃণমূল কর্মীরা রীতিমতো সব ব্যাপারেই তৈরি হয়ে আছে। তাদের কোনও অসুবিধা নেই।
Be the first to comment