কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সোমবার ফের জেরার জন্য ডাকলো সিবিআই। রবিবার রাজীব কুমারকে প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়। সকাল ১১টা নাগাদ তিনি শিলঙের সিবিআই অফিসে আসেন এবং অফিস থেকে বের হন প্রায় রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ। এদিন রাজীব কুমারের সঙ্গে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কর্তারা। সূত্রের খবর, এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাজীব ও কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। কিন্তু আরও বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে ফের আগামীকাল সোমবার দুজনকেই তলব করেছেন সিবিআই আধিকারিকরা।
অন্যদিকে, সারদার পাশাপাশি রোজভ্যালি কান্ডেও কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে এদিন জেরা করেন সিবিআই আধিকারিকরা। বিকেলের দিকে সিবিআই দফতরে এসে পৌঁছন রোজভ্যালির তদন্তকারী আধিকারিক সুজুম শেরপা। তাঁর উপস্থিতিতেই রাজীব কুমারকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।
Be the first to comment