ভিডিও সৌজন্যে- (এএনআই)
রাফাল বিতর্কে ফের মুখ খুললেন রাহুল গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনিল অম্বানির মিডলম্যান বলেও উল্লেখ করলেন তিনি। রাহুল এদিন একটি ইমেলের তথ্য ফাঁস করে জানান, মোদী ৩৬টি রাফায়েলের চুক্তি ঘোষণা করার ঠিক আগেই দেশের কয়েকজন শিল্পপতি ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। এমনকি তাঁর অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী বা বিদেশ সচিবও জানতেন না। অথচ ওই চুক্তির কথা জানতেন অনিল অম্বানি।
পাশাপাশি সিএজি রিপোর্টকে চৌকিদার অডিটর জেনারেল রিপোর্ট বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, অনিল অম্বানির মিডলম্যান হিসেবে কাজ করেছেন মোদী। পাশাপাশি কাগজ দেখিয়ে রাহুল দাবি করেন, অনিল অম্বানি চুক্তির আগেই জানতেন বরাত তিনি পাচ্ছেন। রাহুলের অভিযোগ, তথ্য ফাঁস করে জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা করেছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রাফাল নির্দেশ এবার প্রশ্নের মুখে বলেও, দাবি করেন কংগ্রেস সভাপতি।
রাহুল আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাসঘাতকতা করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন দেশের নিরাপত্তার স্বার্থে এইধরনের তথ্য গোপন রাখবেন। কিন্তু তা করেননি। নিরাপত্তা সংক্রান্ত সব গোপন তথ্য ফাঁস করেছেন। একইসঙ্গে তিনি আরও বলেন, রাফাল চুক্তি নিয়ে নিজেদের দোষ লোকাতে সকলে ব্যস্ত। পাশাপাশি রাফাল নিয়ে জেপিসি কেন হচ্ছে না? কেন ভয় পাচ্ছে মোদি সরকার? সেই নিয়েই প্রশ্ন তুললেন রাহুল।
দেখুন!
Be the first to comment