ছবি- (এএনআই)
“মোদী হঠাও দেশ বাঁচাও” এই স্লোগানে দেশের স্বার্থে বিজেপিকে নির্মূল করতে সবাইকে ভোটের আগেই এক মঞ্চে আসার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, কিছুক্ষণ আগেই শরদ পাওয়ারের বাড়িতে শেষ হলো বিশেষ আলোচনা সভা। যেখানে মহাজোটের সকলেই প্রায় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন রাহুল গান্ধী, ছিলেন চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মূল উদ্দেশ্য বিজেপিকে উৎখাত করা। দেশের স্বার্থে আমরা সকলে এক হয়ে কাজ করব। অতি শীঘ্রই তৈরী হবে আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম, আমরা কোয়াটারলি মিট করবো।
অন্যদিকে বৈঠক শেষে রাহুল গান্ধীও বলেন মিটিং অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। মোদী যেভাবে প্রতিষ্ঠান গুলোর উপর আঘাত হানছে তার বিরুদ্ধে আমরা সবাই একজোট হবো। আমাদের একটা কমন মিনিমাম প্রোগ্রাম থাকবে। আমরা একসঙ্গে কাজ করবো। দিল্লি আর কলকাতায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক কী হবে সে প্রশ্নের উত্তর রাহুল কৌশলে এড়িয়ে যান। তবে এদিন সকালে তৃণমূলের ধর্নায় যাওয়া এবং পরবর্তীতে অধীর চৌধুরীর সংসদে বক্তৃতা প্রসঙ্গে মমতা যখন সোনিয়াকে নালিশ জানান তখন সোনিয়া বলেন যাই হোক দিনের শেষে আমরা-আপনারা বন্ধু। আর তার ঠিক পরে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক শেষে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসায় এই বার্তা গেলো যে বৃহত্তর স্বার্থে মোদী তথা বিজেপিকে হঠানোর ক্ষেত্রে তাঁরা একজোট।
এদিন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী হঠানোর ক্ষেত্রে বিরোধীদের শক্তিশালী জোট গঠনের কথা বলেন। তাঁদের বক্তব্যে একটা কথা পরিষ্কার, সেটা হলো মোদী সরকারকে হঠিয়ে আমরা মানুষের সরকার গঠন করবো।
Be the first to comment