লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সংঘাতের প্রশ্নে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো আপ সরকার। বৃহস্পতিবার আদালত সাফ জানিয়ে দিলো, দিল্লির দুর্নীতি দমন শাখা নিয়ন্ত্রণের অধিকার আছে কেন্দ্রীয় সরকারেরই, দিল্লি সরকারের নয়। এদিনের শুনানিতে বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানিয়ে দেয়, অ্যান্টি কোরাপশন ব্যুরো থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতেই অর্থাত্ ক্ষমতা রইল সেই কেন্দ্রীয় সরকারের অধীনেই। আমলা বদলিও দেখবে কেন্দ্রই। বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে ৩ বিচারপতির বেঞ্চে।
অন্যদিকে গ্রেড থ্রি, গ্রেড ফোর আমলার বদলি থাকবে দিল্লি সরকারের হাতে। তবে সরকারি আইনজীবী নিয়োগ করবেন লেফটেন্যান্ট গভর্নর। জমি, পুলিশ ও জনগণের স্বার্থে কোনও নির্দেশের দায়িত্ব থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতে। উল্লেখ্য, আম আদমি পার্টির প্রথম থেকেই অভিযোগ ছিলো যে, মানুষের ভোটে জিতে এলেও তাদের কাজের সুযোগ খুবই কম। ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি পরিচালনের জন্য অতিরিক্ত ক্ষমতার দাবি করে আসছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। দিল্লির প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়ে আপ সরকারের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল ও তাঁর পূর্বসূরি নজিব জঙের সঙ্গে মতবিরোধ দীর্ঘ দিনের। দু’পক্ষের এই সংঘাত মাঝে বড় আকার ধারণ করে। আন্দোলন শুরু করেন কেজরিওয়াল। টানা ৯ দিন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের বাসভবনের সামনে ধর্না দেন কেজরি।
এদিন রায় শোনানোর সময় বিচারপতি এ কে সিকরি জানান, সহসচিব ও তাঁর উপর পর্যায়ের আমলাদের বদলির কর্তৃত্ব থাকবে এলজি-র হাতে৷ বাকি অফিসাররা দিল্লি সরকারের আওতায় পড়বেন৷ এলজি-র কর্তৃত্বে থাকছে অ্যান্টি কোরাপশন ব্যুরো-ও।
Be the first to comment