লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদির বাসভবনের সামনে ধর্নায় বসলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। পুদুচেরির প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে? এই নিয়েই কংগ্রেস সরকারের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদির মতবিরোধ চলছে। আর তার জেরেই বুধবার সন্ধ্যা থেকে ধর্নায় বসেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। উল্লেখ্য, কিরণ বেদি বাইক আরোহীদের জন্য হেলমেট পড়া বাধ্যতামূলক করেন কিন্তু তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। এই নিয়মটি ধাপে ধাপে প্রয়োগের দাবি জানান।
প্রসঙ্গত, বুধবার ভি নারায়ণস্বামী একটি ছবি টুইট করেন। সেই ছবিতে তাঁকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। কংগ্রেস ও ডিএমকের মন্ত্রী ও সাংসদরাও তাঁর এই ধর্নায় অংশগ্রহণ করেন। তবে নারায়ণস্বামীর দাবি, কিরণ বেদি ৩৯ টি সরকারি প্রস্তাবে অনুমোদন দেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী কিরণ বেদি এই বাধাগুলি সৃষ্টি করছেন। আমাদের সরকারের জন্য সমস্যা তৈরি করতে প্রধানমন্ত্রী চক্রান্ত করে কিরণ বেদিকে ব্যবহার করছেন।
অন্যদিকে পুদুচেরির মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের সমালোচনা করে কিরণ বেদি তাঁকে চিঠি পাঠান। চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীর ধর্নাকে বেআইনি বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি নারায়ণস্বামীকে আলোচনার জন্য ২১ ফেব্রুয়ারি ডেকে পাঠান।
Be the first to comment