জোট করেই ভোটে লড়বো, বৃহস্পতিবার বিকেলে নয়া দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার একথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা আরও বলেন, বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। রাজ্যে আলাদা আলাদা ভাবে লড়বে আঞ্চলিক দলগুলি। যাতে ভোটের পরে কোনোরকম অসুবিধা না হয়।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মোদী সরকারকে আটকাতেই হবে। কেন্দ্রীয়স্তরে জোট গড়েই ভোট হবে। অন্যদিকে এক প্রশ্নের উত্তরে মমতা জানান, বামেরা কী করবে আমি জানি না কিন্তু বাকিদের সঙ্গে বুধবার কথা হয়েছে। তবে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। এদিন সাংবাদিকরা মমতাকে মুলায়ম সিং যাদব প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন মুলায়ম সিং যাদব প্রবীন ব্যক্তি। ওনার বয়সকে সম্মান করি।
এছাড়াও পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনাও জানান বাংলার মুখ্যমন্ত্রী।
শুনুন এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?
Be the first to comment