পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। এদের মধ্যে রয়েছেন বাংলার উলুবেড়িয়ার বাবলু সাঁতরা। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে বাবলুর পরিবার। উল্লেখ্য, উলুবেড়িয়ার বাউরিয়া রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা। বাড়িতে স্ত্রী মিতা সাঁতরা ছাড়াও রয়েছে ছ’বছরের এক সন্তান। গত সন্ধ্যায় বাড়িতে পৌঁছয় বাবলুর শহিদ হওয়ার খবর।
প্রসঙ্গত, বছর ৩৯ এর বাবলু ২০ বছর আগে সেনাতে যোগদান করেন। বাড়িতে মা, স্ত্রী আর ৬ বছরের কন্যাসন্তান রয়েছে। ঘটনার আগের দিনও বাড়িতে ফোন করেছিলেন তিনি। কিন্তু কাল থেকে আর কোনও ফোন আসেনি হাওড়ার বাড়িতে। যদিও সিআরপিএফ-এর তরফে বাবলুর পরিবারকে এখনও কিছু জানানো হয়নি।তবে শহিদ জওয়ানদের তালিকায় নাম রয়েছে বাব্লু সাঁতরার। ঘটনাস্থল থেকে তাঁর পরিচয়পত্র পাওয়া গিয়েছে।
শুক্রবার দুপুরে বাবলুর পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী অরূপ রায় ও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল।
Be the first to comment