ছবি- (এএনআই)
পুলওয়ামায় হামলায় জড়িত জঙ্গিদের কোনোভাবেই ছাড়া হবে না। এই হামলার পিছনে যারা রয়েছে, তারা শাস্তি পাবেই। পুলওয়ামা হামলার কড়া জবাব দেবে ভারত। শুক্রবার মন্ত্রীসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর একথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে। তারা যদি ভাবে ষড়যন্ত্র করে ভারতকে অস্থির করবে, তাহলে তারা বড় ভুল করেছে। এর মূল্য তাদের চোকাতে হবে।
পাশাপাশি শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন মোদী বলেন, পুলওয়ামায় শহিদ জওয়ানদের আমার শ্রদ্ধা জানাই। আমাদের সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদের সাহসিকতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে নমো জানান, যেসব দেশ হামলার নিন্দা করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
অন্যদিকে এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, মোস্ট ফেবার্ড দেশের তকমা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। হামলাকারী ও সমর্থনকারীকে এর ফল ভুগতে হবে। জেটলি আরও জানান, শহিদ জওয়ানদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে।
Be the first to comment