ফাইল ছবি,
পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে শহিদ হয়েছেন কমপক্ষে ৪৫ জন সিআরপিএফ জওয়ান। এমন দুর্ঘটনায় গোটা দেশ ফুঁসছে। প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলেই। আর এবার পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার এবং তার স্ত্রী শাবানা আজমি।
উল্লেখ্য করাচি আর্ট কাউন্সিলের তরফে একটি অনুষ্ঠান উপলক্ষে জাভেদ আখতার এবং শাবানা আজমিকে আমন্ত্রণ জানানো হয়। তবে বৃহস্পতিবার এমন ভয়াবহ দুর্ঘটনার পর পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন প্রখ্যাত এই গীতিকার।
এদিন টুইটারে জাভেদ আখতার লেখেন, করাচি আর্ট কাউন্সিল আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। কাইফি আজমিকে নিয়ে একটি অনুষ্ঠান উপলক্ষে আমাকে এবং শাবানাকে আমন্ত্রণ জানিয়েছিল তারা। তবে আমরা সবকিছু ক্যান্সেল করে দিয়েছি। পাশাপাশি জাভেদ আরও বলেন, ১৯৬৫ সালে ইন্দো-পাক যুদ্ধের সময় কাইফি সাহেব একটি কবিতা লিখেছিলেন, “অউর ফির কৃষণ নে অর্জুন সে কহা।
অন্যদিকে, এদিন টুইট করেছেন শাবানা আজমিও। তিনি বলেন, এই জঘন্য হামলার পর আমাদের কী ওখানে যাওয়া উচিত? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
Be the first to comment