আমাদের সবাইকে একজোট হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামায় জওয়ানদের উপর হামলার প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছিলেন মমতা। বৃহস্পতিবার ঘটনার পরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। শহিদদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
তবে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। নবান্নে মমতা বলেন, দেশে এত বড় জঙ্গি হামলার ঘটনা ঘটলো। ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হলেন। আর সেখানে আজ রেল উদ্বোধন কীভাবে করলেন নরেন্দ্র মোদী? মমতা বলেন, কাশ্মীরের ঘটনার সবার প্রথমে তদন্ত করা হোক। ঘটনার পিছনে যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে কালপ্রিটদের শাস্তি দেওয়া হোক। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, পাঠানকোটের পরে এত বড় হামলার পরেও কেন সজাগ হল না সরকার? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কী করছিলেন?
তবে শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, শহিদদের পরিবারের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে একজোট হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। পাশাপাশি এদিন শহিদদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাসের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?
শুনুন!
Be the first to comment