ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ভারতীয় বোলারদের দাপট

Spread the love

নাগপুরে শুক্রবার শুরু হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট। কলকাতার মতোই এখানেও সবুজ পিচে খেলা হচ্ছে। টসে জিতে শ্রীলঙ্কা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আজ ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে ভারতীয় দল খেলতে নেমেছে। প্রথম টেস্টে ৮ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া ভুবনেশ্বর কুমার এই ম্যাচ খেলতে পারেননি। গতকাল তার বিয়ে হয়েছে। তার জায়গায় ইশান্ত শর্মা দলে সুযোগ পেয়েছে। মহহ্মদ শামি চোট জনিত সমস্যা বলে এই ম্যাচে খেলতে পারেননি। শিখর ধাওয়ানও এই ম্যাচে খেলতে পারেননি। তার জায়গায় দলে এসেছেন মুরলি বিজয়। আর রোহিত শর্মা প্রথম দলে জায়গা পেয়েছে ৬নং ব্যাটসম্যান হিসাবে।
আজ টেস্টে প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১১ রান। আউট হয়েছেন ওপেনার কে এল রাহুল। মাত্র ৭ রান করে শ্রীলঙ্কার বোলার গ্যামেজের বলে বোল্ড হয়ে যান। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২০৫ রানে শেষ হয়ে যায়। আজ ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজার দাপটে শ্রীলঙ্কার ইনিংস বেশি দূর এগোতে পারেনি। অথচ একসময় তাদের ৪ উইকেটে ১৬০ রান ছিলো। শেষ ৭ উইকেটে পড়েছে মাত্র ৪৫ রানের মধ্যে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক দীনেশ চণ্ডীমল। ওপেনার দিমুথ করুণারত্নে করেন ৫১ রান। ভারতের হয়ে সফল বোলার রবিচন্দ্রণ অশ্বিন। তিনি ৪ উইকেট নেন ৬৭ রানের বিনিময়ে। এই ৪ উইকেট নিয়ে অশ্বিনের টেস্ট ক্রিকেটে ২৯৬ উইকেট হয়ে গেলো ৫৪টি টেস্ট খেলে। অস্ট্রেলিয়ার ডেনিস লিলির দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড আছে মাত্র ৫৬টা টেস্ট খেলে। ভারতের অশ্বিনের দখলে আপাতত এই রেকর্ডটি যাবে সেটা বলাই বাহুল্য। এখনো এই টেস্টের দ্বিতীয় ইনিংস এবং পরের দিল্লী টেস্ট ম্যাচ বাকি আছে। এবার সময় বলবে।
এছাড়াও জাদেজা ৩ উইকেটে এবং ইশান্ত শর্মা ৩ উইকেট নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*