কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হানা নিয়ে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের মাটিকে রক্ষা করতে আমরা একজোট হয়ে লড়বো কিন্তু কারোর কাছে দেশপ্রেম শিখব না। তিনি বলেন রাত হলেই জাতীয় পতাকা নিয়ে আর,এস,এস, সংঘের লোকেরা বেরচ্ছে। অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। দেশপ্রেমেরে নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন আমি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। বাংলা বরাবরই শান্তি প্রিয়, আমরা এই হিংসাকে আমরা বরদাস্ত করবনা।
তিনি বলেন পুলওয়ামায় এই আক্রমনের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তাও ব্যবস্থা নেওয়া হলোনা কেন? প্রশ্ন করলেই দোষ? আমি সব দিকে নজর রেখেছি। বিজেপি এমন ভাব করছে যেন ওনারা একারাই দেশপ্রেমী আর বাদ বাকি সবাই দেশদ্রোহী? এসব মেনে নেবনা। মানুষে মানুষে লেলিয়ে ওনারা ভোট প্রচার করে বেড়াচ্ছেন। আমাদের সকলের উচিত এর বিরুদ্ধে সরব হওয়া৷ অবিলম্বে পুলওয়ামায় কান্ডে কড়া তদন্ত করা উচিত।
শুনুন এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?
Be the first to comment