হয় অস্ত্র ছাড়ে হবে, নয় মরতে হবে; জানালেন লেফটেন্যান্ট জেনারেল

Spread the love

ছবি ও ভিডিও সৌজন্যে- (এএনআই)

উপত্যকায় হামলা বরদাস্ত নয় ৷ জঙ্গিরা আত্মসমর্পণ করুক ৷ অনেক কাশ্মীরি হাতে বন্দুক তুলেছেন ৷ অবিলম্বে তাঁরা আত্মসমর্পণ করুন ৷ হাতে বন্দুক তুললে নিকেষ করা হবে ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোঁ।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, হামলার পিছনে রয়েছে পাকিস্তানের মদত। অন্যদিকে ভারতীয় সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৩ শীর্ষ জঙ্গিকে নিকেষ করা হয়েছে ৷ ১০০ ঘণ্টার মধ্যে জইশ নেতাদের মারা হয়েছে ৷

এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়, পুলওয়ামার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে ৷ কনভয়ের রাস্তায় যানবাহনের অনুমতি আর নয় ৷ কনভয় যাওয়ার আগে নাকাবন্দি চলবে। সব অসামরিক যান চলাচল বন্ধ রাখা হবে ৷ এবিষয়ে স্থানীয় সরকারের সঙ্গে অবিলম্বে কথা বলবে সেনা।



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*