আবারও যাদবপুরে ছাত্র বিক্ষোভ; অসুস্থ উপাচার্য, কড়া সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী

Spread the love

মঙ্গলবার আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা ৷ উপাচার্যকে ঘিরে পড়ুয়ারা বিক্ষোভও দেখায় ৷

পড়ুয়াদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তড়িঘড়ি বৈঠকে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। কিন্তু তা স্বত্ত্বেও সমাধান মেলেনি ৷ বৈঠক শেষ হতেই ফের ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য, সহ-উপাচার্য।  অন্যদিকে, শারীরিক নিগ্রহের কারনে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস। অসুস্থ উপাচার্যকে এএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। 

এদিকে ঘটনার তীব্র নিন্দা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কোনও না কোনও ইস্যুতে বারবার আন্দোলন শুরু করে যাদবপুর, এর মোকাবিলা করতে হবে ৷ যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ৷ উপাচার্যকে ধাক্কা মারার ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*