প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিলো সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানির আগে তাঁকে গ্রেপ্তার করা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এস আবদুল এবং বিচারপতি এম আর সাহর বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দেয়। এই নির্দেশের পর বিচারপতিরা জানিয়েছেন, পরবর্তী শুনানি পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেপ্তার করা যাবে না। পরবর্তী শুনানি হবে ৩ সপ্তাহ পর।
উল্লেখ্য, রাজ্য সরকারের মামলাগুলিতে তাঁকে যাতে গ্রেপ্তার করা না হয়, সেজন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ভারতী ঘোষ। সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সেই আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, ভারতী ঘোষের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে।
Be the first to comment